-->

নাইট ক্রিম কি কর্ধক্যের ছাপ কমায়


নাইট ক্রিম কর্ধক্যের ছাপ কমাতে পারে কি?


নাইট ক্রিম কর্ধক্যের ছাপ কমায়


বয়স বাড়লে ত্বকে কিছু পরিবর্তন আসতে শুরু করে, এটা সাধারণ শারীরিক ব্যাপার। বয়স বাড়লে যেমন বার্ধক্যের দাগ, বলিরেখা, মুখের সূক্ষ্ম রেখা দেখা দেয়, তেমনি ত্বক হারায় তার প্রাকৃতিক জৌলুস। ত্বক এর সঠিক যত্ন নিলে বার্ধক্যের এসব সমস্যা কিছুটা হলেও রোধ করা সম্ভব। ত্বক স্বাভাবিক জৌলুস হারানোর মূল কারণ বার্ধক্য হলেও পরিবেশ ও জীবনযাপনের কারণ একেবারে বাদ দেওয়া যায় না। প্রতিকূল পরিবেশ ও অনিয়মিত জীবনযাপনের কারণে প্রত্যাশিত সময়ের আগেই অনেক সময় চেহারায় বলিরেখা ও অন্যান্য সমস্যা দেখা দেয়। তাই অনেকেই এই সমস্যার সমাধান খোঁজেন, আর ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া রোধে বিশেষজ্ঞরা অনেক সময় নাইট ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এতে কিছুটা হলেও এজিং প্রক্রিয়া বিলম্বিত করা যায়।


নাইট ক্রিম আপনার ত্বকের তারুণ্য বাড়ানো থেকে শুরু করে ত্বকের উপকারী ফাংশন যেমন ত্বকের পুষ্টি জোগায়, সেই সাথে আপনার ত্বকের আর্দ্রতা রক্ষা করে শুষ্কভাব কমাতে পারে।

আমাদের ত্বক দিনে ও রাতে এক ভাবে কাজ করে না অর্থাৎ ভিন্নভাবে কাজ করে। দিনে সূর্যের অতিবেগুনি রশ্মির পাশাপাশি পরিবেশগত বিভিন্ন বিষয় ত্বক এর উপর প্রভাব ফেলে। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন বায়ু দূষণ, পানি দূষণ, জীবাণু ইত্যাদি। দিনের বেলা এই দূষক থেকে সুরক্ষার প্রয়োজন হয় আর সেই সাথে রাতে ত্বক পুনর্গঠনের প্রয়োজন হয়। তাই এ সকল কারণে দিনের চেয়ে রাতর বেলা ব্যবহারের ক্রিম আলাদা হয়ে থাকে।


ত্বকের গভীর থেকে আর্দ্রতা রক্ষা করে নাইট ক্রিম: 

নাইট ক্রিম ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে, তাই সাধারণত দিনের ক্রিমের তুলনায় নাইট ক্রিম বেশি ঘন হয়। সেই সাথে নাইট ক্রিম দিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। প্রাকৃতিকভাবেই আমাদের ত্বক রাতের বেলা আর্দ্রতা হারায় অর্থাৎ ত্বকের ট্রান্সএপিডার্মাল লেয়ার এর পানি হ্রাস পায়।


ত্বকের পুনর্গঠন করতে নাইট ক্রিম: 

আমরা যখন ঘুমে থাকি তখন ত্বক তার কোষের মেরামত করে ও পুনর্জন্মের কাজ বা রিপেয়ার করে। 

নাইট ক্রিমে থাকা নিচের উপাদান ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি ও সাই সাথে নতুন কোষ তৈরির কাজ করে। এ সকল উপাদান ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

  • অ্যান্টিঅক্সিডেন্ট, 
  • পেপটাইড, 
  • রেটিনল অথবা 
  • হায়ালুরনিক অ্যাসিড


নির্দিষ্ট কিছু সমস্যার সমাধান : 

বিশেষ ফর্মুলায় তৈরি নাইট ক্রিম সারা রাত ত্বকের যত্নে কাজ করে এবং নির্দিষ্ট সমস্যা সমাধানে অনেক ক্রিম তৈরি করা হয়। এসব ক্রিম রাতে কাজ করে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।


তোকে পুষ্টি প্রদান : 

বিভিন্ন ধরনের নাইট ক্রিম পাওয়া যায় এবং অনেক নাইট ক্রিমে ত্বকের জন্য পুষ্টিকর উপাদান থাকে। এ সকল পুষ্টি প্রধানের মধ্যে রয়েছে ভিটামিন, ভেষজ নির্যাস ইত্যাদি। এগুলো ত্বকের উপকার করে, আপনার ত্বকে ভালো রাখে এবং ত্বকের আর্দ্রতা জুগিয়ে সতেজভাব আনে। এসবের নাইট ক্রিম আপনার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জোগায় ও সেই সাথে ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।


ত্বকের সুরক্ষা প্রদান : 

বেশিরভাগ নাইট ক্রিমে ত্বক সুরক্ষার জন্য বিভিন্ন উপাদান থাকে, আর এ সকল উপাদান আপনার ত্বকেকে ভালো রাখার জন্য উপকারী। নাইট ক্লাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য অত্যন্ত উপকার যা ত্বককে দূষণ ও সূর্যালোকের ক্ষয় থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখতে পারে।