-->

অ্যালোভেরা ব্যবহারে ফিরবে চুলের স্বাস্থ্য ও ত্বক হবে উজ্জ্বল!

অ্যালোভেরা ব্যবহার করুন, ত্বক হবে উজ্জ্বল! 

অ্যালোভেরা ব্যবহার করুন, ফিরবে চুলের স্বাস্থ্য ও ত্বক হবে উজ্জ্বল!


সুন্দর ত্বক আর চুল পেতে সবাই চায়? আর সেই কারণে কত কিছুই না করে মানুষ, এর জন্য অনেক নামিদামি ব্র্যান্ডের ক্রিম বা লোশন ব্যবহার করেন। কিন্তু মনের মতোন ত্বক, চুল পাচ্ছেন কি আপনি? আমরা আজ  ঘরোয়া একটি উপাদানের কথা বলবো আপনাদের। যা  ব্যবহার করলে ত্বক হবে উজ্জল ও চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল। জেনে নেওয়া যাক ত্বকের আর চুলের সৌন্দর্য্য বৃদ্ধিতে অ্যালোভেরা কিভাবে সাহায্য করে, আর দুইই ভালো থাকবে কিভাবে।


অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করলে রোদের পোড়া দাগ দূর হবে সহজেই, এ জন্য একটি ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন হবে লেবুর রস ও অ্যালোভেরা। এই দুই উপাদান মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন, এরপর ১৫ মিনিট মুখে ও গলায় লাগিয়ে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুঁয়ে নিন। এই ফেস প্যাক লাগলে আপনার স্কিন এর উপরে জমে থাকা মৃত কোষ দূর করতে পারে। 

আপনি অ্যালোভেরার মাস্ক ব্যবহার করতে পারেন, এবং এটি আপনি এ ভাবে বানাতে পারেন

  • ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ওটমিল গুঁড়ো 
  • ১/২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন

এগুলো দিয়ে একটি ফেসপ্যাক বানান এবং মুখে লাগিয়ে রাখুন এবং ৩০ মিনিট পর ঠাণ্ডা পরিষ্কার পানি দিয়ে আপনার মুখ ধুঁয়ে ফেলুন।

অ্যালোভেরা এর গুণাগুণ:

  • অ্যালোভেরা এর মধ্যে অনেক পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে।
  • অ্যালোভেরা ত্বকের গভীরে গিয়ে ভিটামিন এর ঘাটতি পূরণ করে।
  • অ্যালোভেরা ত্বকের গভীরে গিয়ে খনিজের ঘাটতি পূরণ করে।
  • এটি মুখে লাগলে কমবয়সে হওয়া বলিরেখার ছাপ কমায়।  
  • ঠোঁটের রং উজ্জ্বল করতে পারে অ্যালোভেরা 
  •  ঠোঁটের শুস্কতা দূর করতেও অ্যালোভেরার যথেষ্ঠ ভূমিকা রাখে।


চালের গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রনটিকে ৫ মিনিট ধরে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর পানি দিয়ে ধুঁয়ে নিন আপনার ঠোঁট।


চলুন দেখি আরো  কি উপকার আছে অ্যালোভেরা তে

  • অ্যালোভেরা আপনার মুখের জেল্লা বৃদ্ধি করতে পারে। অ্যালোভেরা আপনার ত্বককে নরম রাখতে পারে।
  • চোখের নিচের ফোলা ভাব দূর করতে অ্যালোভেরা কার্যকরী।
  • অ্যালোভেরা খুশকি দূর করতে সাহায্য করে, তাই এটি নিয়মিত লাগাতে পারেন চুলে।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথায় দিতে হবে এবং সারারাত রেখে দিতে হবে, তারপর সকালে শ্যাম্পু দিয়ে ভালোমত চুল ধুয়ে ফেলুন।

একটি ট্রেতে অ্যালোভেরা জেল দিয়ে কিউব বানিয়ে নিন, এবং এরপর ত্বকের উপর ঘষুন। এভাবে ত্বকের জ্বালা ভাব দূর হবে আর ত্বক ভালো রাখতে পারে অ্যালোভেরা।